ঝকঝকে স্নানঘর পেতে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৩:৫২
সপ্তাহে অন্তত দুই দিন বাথরুম পরিষ্কার করুন। প্রথমে গরম পানি মেঝে, বেসিন, কমোডে ঢালুন। এতে মেঝের দাগ-ময়লা আলগা হবে। গরম পানি জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। গরম পানি ঢালার আধা ঘণ্টা পর টয়লেট ক্লিনার পুরো বাথরুমে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন যেন কোনায় কোনায় ঠিকমতো ক্লিনার পৌঁছায়। এভাবে আরও কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন।
বেসিনের আয়নায় পানির দাগ লেগে থাকলে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। লেবুর খোসা দিয়ে ঘষে নিলেও দাগ চলে যাবে। বাথরুমের ঝাপসা আয়না পরিষ্কার করতে ঠান্ডা পানিতে ব্ল্যাক টি ব্যাগ ডুবিয়ে রেখে সেই পানি কাগজ দিয়ে আয়নায় ঘষে নিন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- বাথরুম পরিষ্কার