কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হজযাত্রার প্রস্তুতিতে ঘাটতি, বাড়ছে উদ্বেগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৩:১৬

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুই বছর পর পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন দেশের মানুষ। কিন্তু সুযোগ মিললেও প্রস্তুতিতে রয়ে গেছে ঘাটতি। হজ এজেন্সিগুলো জানিয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেলে কত খরচ হবে, সে বিষয়ে আলাদা আলাদা প্যাকেজ ঘোষণা করা হলেও এবার মক্কায় বাড়ি ভাড়া নেওয়া এবং এ খাতে কত খরচ হবে, তার হিসাবসহ বিভিন্ন বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য এখনো বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে পায়নি তারা। এতে হজযাত্রীদের মাথাপিছু কত খরচ হতে পারে, সে বিষয়েও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।


এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন আজকের পত্রিকাকে বলেছেন, ‘সৌদি আরবে কত খরচ হবে সেই হিসাব আগে জানুয়ারি মাসেই পাওয়া যেত। এবার বাড়িভাড়াসহ মূল কাজ এখনো শেষ হয়নি। আমরা চাচ্ছি ধর্ম মন্ত্রণালয় ও মক্কা হজ মিশন তাড়াতাড়ি বলুক সেখানে কত খরচ হবে, আমাদের খরচের হিসাব দিক। এখনো যদি আমরা খরচের হিসাব না জানি তাহলে কীভাবে হবে। এতে টাকার অঙ্ক বাড়ারও আশঙ্কা রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও