রাজধানীতে স্বস্তির বৃষ্টি, হতে পারে আরও অনেক এলাকায়

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৫ মে ২০২২, ১২:৩৭

বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর আজ দুপুর সোয়া ১২টার পর রাজধানীর প্রায় সব এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আরও অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি টানা হবে না। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ছিল ৩২, সিলেটে  ৩৫ দশমিক ৭, রাজশাহীতে ৩৬ দশমিক ৭, রংপুরে ৩৫ দশমিক ৫, খুলনায় ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও