You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে আ.লীগ, বিএনপির ঘর গোছানোর তোড়জোড়

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে ঘর গোছানোর তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি। উভয় দল তৃণমূলকে ঢেলে সাজাতে তৎপর হয়ে উঠেছে। নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন, সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতারা মাঠে কাজ করছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল পর্যায়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও এক পক্ষের অভিযোগের কারণে মাঝপথে তা থমকে যায়। নতুন উদ্যমে আবার শুরু হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে আন্দোলনে নামতে পারে বিএনপি। এরইমধ্যে দলের সিনিয়র নেতারা বিভিন্ন সভা-সমাবেশ থেকে আন্দোলনের ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে বলছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন