সুনামগঞ্জে চুলায় আগুন জ্বলছে না, খাবার পানি মিলছে না
সুনামগঞ্জে চারদিন ধরে কাঠফাটা রোদ হলেও নিম্নাঞ্চলের বন্যাকবলিত এলাকার পানি কমছে ধীরগতিতে। তাই এখনো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো বানভাসি মানুষকে।
আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন যারা তারা চুলায় আগুন দিতে পারছেন না। বিশুদ্ধ খাবার পানিও পর্যাপ্ত মিলছে না। পানি সরে যাওয়ায় ইতোমধ্যে অনেক টিউবওয়েল ভাসলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকে টিউবওয়েলের পানি ব্যবহার করা থেকে বিরত রয়েছেন।
আজ বুধবার দেখা গেছে, বিভিন্ন রাস্তা ও সড়কে এখনো পানি থাকায় যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি।