‘গুডউইল’ সাইবার হামলা না ডিজিটাল রবিনহুড
‘গুডউইল’ নামের একটি র্যানসমওয়্যার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভারতেও এই র্যানসমওয়্যার শনাক্ত হয়েছে। ভারতের ক্লাউডসেক নামের একটি ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান গুডউইল নামের এই র্যানসমওয়্যার বিষয়ে সবাইকে সতর্ক করেছে। তাদের দাবি, সেবামূলক কাজ করতে বাধ্য করার জন্য গুডউইল নামটি বেছে নিয়েছে এই র্যানসমওয়্যারের পেছনের লোকজন। কারণ, কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যবহারকারীকে সেবামূলক কাজের শর্ত দেন তাঁরা।
ক্লাউডসেক জানায়, গুডউইল র্যানসমওয়্যারে আক্রান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গৃহহীনদের নতুন কাপড় কিনে দেওয়া, শিশুদের ব্র্যান্ডের পিৎজার দোকানে নিয়ে খাওয়ানো এবং জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, এমন ব্যক্তিকে আর্থিক সহায়তার কথা বলা হচ্ছে। এ তিন কাজ সম্পন্ন হলে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দিতে হবে। এ শর্তে রাজি না হলে কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্য সাময়িক বা স্থায়ী মুছে ফেলা, কোম্পানির তথ্য হাতিয়ে নেওয়া, কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো নানা হুমকি দেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবার হামলা
- র্যানসমওয়্যার