কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিভ্রান্তিকর তথ্য খাদ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে

যুগান্তর মো. আবদুল লতিফ মন্ডল প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৯:৩৯

দেশে উৎপাদিত খাদ্যশস্যের প্রকৃত পরিমাণ নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে আবারও মতপার্থক্য দেখা দিয়েছে।


সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০০০-২০২১ অর্থবছরে বিবিএস ও কৃষি মন্ত্রণালয়ের খাদ্যশস্য উৎপাদনের তথ্যে ব্যবধান ৪০ লাখ টনের বেশি। এটি নতুন নয়।


এর আগেও এমনটি ঘটেছে এবং তার খেসারত জনগণকে দিতে হয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। খোদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন-বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছে।


এই যখন অবস্থা, তখন আমাদের কৃষি মন্ত্রণালয় দেশে খাদ্যশস্য উৎপাদনের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে। এতে একদিকে যেমন সরকারের খাদ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তেমনি অন্যদিকে খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চাল, গম, ভুট্টা, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের লাগামহীন উচ্চমূল্য সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও