বাড়ছে বিলাসী পণ্যের এলসি মার্জিন

যুগান্তর প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৮:৫৮

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে কম গুরুত্বপূর্ণ ও বিলাসী পণ্য আমদানিতে আরও কঠোরতা আরোপ করতে যাচ্ছে সরকার।


এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আমদানি পরিস্থিতি, বৈদেশিক মুদ্রা বাজার, বিলাসী ও কম গুরুত্বপূর্ণ পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে।


কোনো ধরনের অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্য কী পরিমাণে আমদানি হয়েছে, সেগুলোর চাহিদা কেমন এসব বিষয়ও দেখা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আরও কিছু বিলাসী ও অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাড়তি এলসি মার্জিন আরোপ হতে পারে। একইসঙ্গে ওইসব পণ্যের এলসি খুলতে বৈদেশিক মুদ্রা ছাড় করা বন্ধ করে দিতে পারে।


বর্তমানে রিজার্ভ আছে ৪২৪০ কোটি ডলার, যা দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকলেই তাকে আগে নিরাপদ ধরা হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও