You have reached your daily news limit

Please log in to continue


অন্য লেভেলের ব্যাটিং করেছে মুশফিক

গতকালের কঠিন শুরুটা পার হয়ে মুশফিক-লিটনের ওই জুটিতে পুনর্গঠনের কাজটা দারুণ হয়েছিল আমাদের। ফলে প্রত্যাশাটাও বেড়ে গিয়েছিল। ওদের জুটিটা আজ একটু বড় হলে আমরা আরেকটু দাপুটে অবস্থায় যেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে লিটন আজ বেশিক্ষণ টিকতে পারল না। মনে হয়েছে লিটন সময় নিয়ে একটু বেশি সাবধানী ইনিংস খেলতে চেয়েছে। ওর মতো ব্যাটসম্যান ইতিবাচক থাকলে একরকম ফুটওয়ার্ক, একটু রক্ষণাত্মক থাকলে সেটি ভিন্ন হয়। হয়তো এ কারণেই একসময় একটু নড়বড়ে হয়ে আউট হয়ে যায়। ইনিংসের শুরুতে ওর এক রকমের জড়তা থাকে। নতুন একটা দিনে আজও সেটি ছিল বেশ কিছুক্ষণ।

তবে মুশফিকের ব্যাটিংয়ে আজ নতুন একটা দিক দেখলাম—উইকেট দিয়ে আসতেই চাচ্ছে না। খেলাটা দারুণ উপভোগ করছে মনে হচ্ছে। গতকালও ভালো খেলেছে, তবে আজ যেন অন্য পর্যায়ে খেলছিল। ওর রানের ক্ষুধা, দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার ক্ষুধার সঙ্গে ইনিংসের নিয়ন্ত্রণ দেখাটা দারুণ একটা ব্যাপার ছিল আজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন