You have reached your daily news limit

Please log in to continue


‘আগে ১০০ টাকা আয়েও সংসার চলতো, এখন হাজারে হিমশিম’

‘২৫ বছর ধরে আমি কর্মকার পেশার সঙ্গে জড়িত। ১৫ বছর আগেও দৈনিক ১০০ থেকে ২০০ টাকা ইনকাম হলেও বেশ সংসার চলতো। এখন দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করেও সংসার চলছে না। নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। ৮০০ টাকা কেজি খাসির মাংস, এক লিটার সয়াবিন তেল ২০০ টাকায় কিনতে হচ্ছে।’

কথাগুলো বলছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের পরিমল চন্দ্র মোহন্ত কর্মকার।

তিনি জানান, কর্মকারদের এখন দুর্দিন চলছে। বাণিজ্যিকভাবেই এখন দা, কুড়াল, খন্তা, কাস্তে, কোদালসহ লোহাজাত বিভিন্ন পণ্য তৈরি হওয়ায় লোকজন এখন কর্মকারদের কাছে কম আসছেন। এতে তাদের কাজও কমে গেছে। অন্যদিকে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবমিলিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানোসহ গত ২০ বছর সংসার বেশ ভালোই চলছিল পরিমল কর্মকারের। কিন্তু গত পাঁচ বছর থেকে সংসারের সুদিন আসছে না। যা আয় হয় তা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়ার খরচসহ সংসার চালাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। সারাদিন যা আয় হয় তা দিয়ে বাজার খরচ করার পর শূন্য পকেটে বাড়ি ফিরতে হয়।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন