![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F24%2Faf.jpg%3Fitok%3DcNs34jco)
আফগানিস্তান ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক
এনটিভি
প্রকাশিত: ২৪ মে ২০২২, ২০:০৫
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বাঁহাতি স্পিনার জিয়া উর রহমান আকবরকে দলে নিয়েছে তারা। নায়েব ২০১৯ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। ২০২১ সালের শুরু থেকে সাত ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি।
তিনি ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচে খেলেছিলেন। তিন উইকেট নিয়েছিলেন। তাঁর স্থলাভিষিক্ত জিয়া ঘরোয়া ওয়ানডে কাপে দুর্দান্ত রান করেছেন। তিনি ১৪ উইকেটও নেন। আফগানিস্তান এই সপ্তাহের শেষের দিকে জিম্বাবুয়েতে যাওয়ার কথা রয়েছে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুন। টি-টোয়েন্টি সিরিজ ১১ জুন থেকে শুরু হবে।