বাঁধন, মম, বিন্দু ফিরে গেলেন ২০০৬ সালে
আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু—তাঁরা তিনজন ১৫ বছর ধরে ভালো বন্ধু। সম্প্রতি এই তিন তারকার দেখা হয় চট্টগ্রামে। সেখানেই জমে ওঠে আড্ডা। হয়ে যান নস্টালজিক। দীর্ঘদিন পরে তাঁরা আবার ফিরে গেলেন ২০০৬ সালের দিনগুলোতে। ১৫ বছরে কতটা বদলে গেছেন এই তিন তারকা?
২০০৬ সালে ‘লাক্স–চ্যানেল আই প্রতিযোগিতায়’ অংশ নেওয়ার মাধ্যমে তাঁদের পরিচয়। সে বছর লাক্স–চ্যানেল আই সুপারস্টার হন জাকিয়া বারী মম, প্রথম রানার আপ হয়েছিলেন বিন্দু, দ্বিতীয় হয়েছিলেন বাঁধন। তখন থেকে তাঁদের পথচলাও একসঙ্গে। এরপর সময়ের সঙ্গে এগিয়ে চলেছেন তাঁরা। এখন নিজ নামেই দেশের দর্শকদের কাছে পরিচিত। এই তিন তারকার আড্ডায় ঘুরেফিরে আসছিল ক্যারিয়ারে পা রাখা দিনগুলোর কথা। বাঁধন বলেন, ‘এটা আমাদের জন্য মজার অভিজ্ঞতা। ২০০৬ সালে আমরা তিনজন এভাবে ট্রাভেল করেছি। লাক্সের হয়ে আমরা প্রথম একসঙ্গে হেলিকপ্টারে উঠি। দারুচিনি দ্বীপে যাই। সেদিনও চট্টগ্রামে নেমেছিলাম। একসঙ্গে আমরা আবার ট্রাভেল করে চট্টগ্রাম এসেছি। মনেই হচ্ছে না মাঝখানে ১৫ বছর চলে গেছে। সেবার হেলিকপ্টারে আমরা তিনজন আর তৌকীর ভাই ছিলেন। হেলিকপ্টারে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। বমি করেছিলাম। শুটিং আড্ডা, ক্যারিয়ার নিয়ে কী হবে—এসব মিলিয়ে রোমাঞ্চকর দিন কাটিয়েছি। সেই দিনগুলো নস্টালজিক করে দিচ্ছে।’