চশমায় রৌদ্রছায়ার খেলা
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৭:২২
বৈশাখ পেরোল। এখন চলছে জ্যৈষ্ঠের তীব্রতা। হুটহাট বৃষ্টিবাদলও হচ্ছে। কৃষ্ণচূড়ার বহু দল ঝরে পড়েছে এরই মধ্যে। জারুল ফুলের মায়াও ম্রিয়মাণ। তবে আজও গাছের ছায়ায় পড়ে থাকে কাঠগোলাপের দল।
অবশ্য তেমন মায়াভরা ছায়ায় তো আর সারাটি দিন বসে থাকার উপায় নেই। জীবনের প্রয়োজনে রোদে বেরোতেই হয়। তাই এ সময়ের এক অপরিহার্য অনুষঙ্গ রোদচশমা।
- ট্যাগ:
- লাইফ
- চশমা
- চশমা দরকার
- রোদচশমা
- চশমা চোখে