![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F24%2FWays-to-Remove-Dark-Circles-Under-Eyes-dc334303c8296139660921722ed6da9d.jpg%3Fjadewits_media_id%3D793648)
অনিদ্রা ছাড়াও যেসব কারণে চোখের নিচে কালি পড়ে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৬:৫৭
আমরা সবাই জানি অনিদ্রার সমস্যার কারণে চোখের নিচের অংশ কালচে হয়ে যায়। তবে আরও বেশ কিছু কারণে ডার্ক সার্কেল হতে পারে। জেনে নিন সেগুলো কী কী।
আয়রনের ঘাটতির কারণে চোখের নিচ কালচে হয়ে যেতে পারে। তবে এর সঙ্গে ঘুম ঘুম ভাব ও ক্লান্তিও থাকবে। ডায়েটে যথেষ্ট পরিমাণ আয়রন রাখুন।
ভিটামিন সি চোখের চারপাশে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে ভিটামিন সি। ডায়েটে
ভিটামিন সি কম থাকলে চোখের নীচে কালি পড়তে পারে।
ইনফ্লেম্যাশন কমিয়ে ত্বকের তৈলাক্ত ভাব কম করে ভিটামিন কে। এই ভিটামিনের অভাবেও ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিতে পারে। বিট, বাধাকপি, বেদানায় প্রচুর ভিটামিন কে আছে। এগুলো খান নিয়মিত। এছাড়া প্রসাধনীর উপাদান হিসেবেও এই ভিটামিন ব্যবহার করতে পারেন।