You have reached your daily news limit

Please log in to continue


সম্পর্কের নাম পরকীয়া

মানুষ নতুন যা দেখে তাই শেখার চেষ্টা করে। এক্ষেত্রে টেলিভিশন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক গুরুত্বপূর্ণ। একটা সময় টেলিভিশন মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল। এখনও সেই প্রভাব যে নেই তা বলা যাবে না। তবে টেলিভিশনের চেয়ে ব্যাপক প্রভাব রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম। টেলিভিশন দেখতে হলে সাধারণত একটি ঘরে গিয়ে বসতে হয়। সেজন্য মানসিক একটা প্রস্তুতিরও প্রয়োজন পড়ে। কিন্তু হাতে যদি থাকে একটি স্মার্ট ফোন তাহলে শুয়ে, বসে, পথে যেতে যেতে যেখানে খুশি পৃথিবীর তাবৎ ইনফরমেশন সংগ্রহ করা সম্ভব।

কী দেখতে চান আপনি? নাটক নাকি সিনেমা? খেলাধুলা, টকশো? ব্যবসা-বাণিজ্যের তাজা খবর, ভ্রমণ, সাহিত্য, জানা-অজানা সব কিছুই– শুধু চাইতে হবে। ব্যস, আলাদীনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্য এসে হাজির হবে এবং নিমিষেই কাঙ্ক্ষিত সব কিছু হাজির করে দেবে। ফলে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের মধ্যে সামাজিক ও পারিবারিক বন্ধন দিনে দিনে আতংকজনক ভাবে আলগা হতে শুরু করেছে। মোবাইল ফোন খুবই জরুরি অনুষঙ্গ। মোবাইল ফোন ছাড়া জীবন ধারণের কথা ভাবাই যায় না। সেই মোবাইল ফোনও দিনে দিনে আতংকের বিষয় হয়ে উঠছে। এখানে মোবাইল ফোনের দায় যতটা না তার চেয়ে বড় দায় ব্যক্তির মন-মানসিকতার ওপর। যন্ত্রটি কীভাবে ব্যবহার করছি সেটাই হলো আসল কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন