![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmeher-1-20220524164155.jpg)
মেহেরপুরে আম সংগ্রহ শুরু
মেহেরপুরে আম সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (২৩ মে) সকাল থেকেই জেলায় গুটি জাতের আম সংগ্রহ করে বাজারজাত করছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা।
আমের পরিপক্কতা নিশ্চিত করেই ভোক্তাদের কাছে বিক্রির উদ্দেশ্যে এ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আমের জাত অনুযায়ী নির্দিষ্ট সময় হলেই গাছ থেকে আম সংগ্রহ করছেন ব্যবসায়ীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আম বাগান
- আম ব্যবসায়ী
- আম সংরক্ষণ