কাগজের উড়োজাহাজ গেল ২৫২ ফুট
শৈশবে আমরা কমবেশি সবাই কাগজ ভাঁজ করে উড়োজাহাজ বানিয়েছি। কাগজের সেসব উড়োজাহাজ ওড়ানোটা ছোটবেলার মজার স্মৃতিগুলোর অন্যতম। তবে কাগজের তৈরি উড়োজাহাজ উড়িয়ে বিশ্ব রেকর্ড করা যায়, এটা হয়তো কম মানুষই ভেবেছেন। দক্ষিণ কোরিয়ায় তিন বন্ধুর মিলিত প্রচেষ্টা এই কাণ্ডকেও বাস্তব করেছে। তাঁদের একটি কাগজের উড়োজাহাজ ২৫০ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, কাগজের উড়োজাহাজটি বানানোর সঙ্গে যুক্ত ছিলেন মালয়েশিয়ার চে ইয়ে জিয়ান এবং দক্ষিণ কোরিয়ার শিন মো জোওন ও কিম ইউন তায়ে। চে ইয়ে জিয়ান উড়োজাহাজটির নকশা করেছেন। শিন মো জোওন কাগজ ভাঁজ করে সেটি বানিয়েছেন। আর কিম ইউন তায়ে উড়োজাহাজটি উড়িয়েছেন।
দক্ষিণ কোরিয়ার একটি স্টেডিয়ামে পরপর আটবার কাগজের উড়োজাহাজটি ওড়ান কিম ইউন তায়ে। এর মধ্যে একবার তাঁর ওড়ানো উড়োজাহাজটি ২৫২ ফুট ৭ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এর আগে কাগজের তৈরি কোনো উড়োজাহাজ এতটা দূরত্ব অতিক্রম করেনি।
- ট্যাগ:
- জটিল
- উড়োজাহাজ
- কাগজের তৈরী