দিনের শুরুতেই জোড়া ধাক্কা খেল বাংলাদেশ
টেস্টের প্রথম দিন থিতু হয়ে যাওয়া মুশফিকুর রহিম ও লিটন দাস আজ মঙ্গলবার জুটি আরও বড় করার আভাস দেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাও স্থায়ী হলো না তাদের জুটি। লিটনকে আউট করে জমে যাওয়া এই শক্ত জুটি ভেঙেছেন কাসুন রাজিথা। এরপর দীর্ঘদিন পর টেস্টে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতকেও নিজের শিকার বানিয়েছেন রাজিথা। জোড়া ধাক্কা খেয়ে দ্বিতীয় দিনের শুরুটা হলো বাংলাদেশের।
১৪১ রান করে আউট হয়েছেন লিটন। ২৪৬ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে। আরেক ব্যাটার সৈকত রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৭৭ রান। লিটন-মুশফিকের সেঞ্চুরিতে ঢাকা টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। আজ বাংলাদেশের লক্ষ্য নিজেদের সংগ্রহ বাড়িয়ে নেওয়া। সেই লক্ষ্যে টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।