![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/05/24/103022taiJPG800x483.jpg)
তাইওয়ান ইস্যুতে 'আগুন নিয়ে খেলছে' যুক্তরাষ্ট্র, চীনের হুঁশিয়ারি
কোয়াড দেশগুলোর নেতারা আজ মঙ্গলবার টোকিওতে বৈঠক করছেন। সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করবে।
এরই মধ্যে চীন বলেছে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তর থেকে এমন সতর্কবার্তা উচ্চারণ করা হয়।
চীনা স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের দাবি, চীনকে দাবিয়ে রাখতে তাইওয়ান কার্ড ব্যবহার করছে ওয়াশিংটন। কিন্তু তারা যে আগুন নিয়ে খেলছে সেটি তাদেরই দগ্ধ করবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হুঁশিয়ারি
- ভূ-রাজনীতি