রক্তের বদলা নেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
ইব্রাহিম রায়িসি বলেন, ‘খুনিকে শিগগিরই খুঁজে বের করতে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর জোর দেওয়া হয়েছে। এই মহান শহীদের রক্তের বদলা নেওয়ার ব্যাপারে আমার কোনো সংশয় নেই।’
গতকাল সোমবার কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি হত্যাকাণ্ডের পর এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে রায়িসি বলেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই যে, এই অপরাধে বিশ্বের অহংকারীদের হাত আছে। এর আগে ইসলামি বিপ্লবী গার্ডও একই ধরনের মন্তব্য করেছিল।