কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটি কলা, একটি রুটি এখন আরও দামি

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৯:০৪

রাজধানীর এলিফ্যান্ট রোডে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে রুটি ও কলা খাচ্ছিলেন রিকশাচালক আমজাদ হোসেন। তিনি জানালেন, সকালে নাশতা খেয়ে রিকশা নিয়ে বের হওয়ার পর দুপুরে ভাত খাওয়ার আগে অন্তত একবার রুটি-কলা খেতে হয়। নইলে রিকশা চালানোর মতো পরিশ্রমের কাজ করা যায় না।


আমজাদ হোসেনের হাতে ছিল মোটামুটি বড় আকারের একটি সবরি কলা। মৌসুমের এই সময়টায় বাজারে এই কলার সরবরাহ বেশি থাকে। চায়ের দোকানি আমজাদের কাছ থেকে কলাটির দাম রেখেছেন ১৫ টাকা। আর বানরুটির দাম ১০ টাকা।


আমজাদ হোসেনের বয়স চল্লিশের কাছাকাছি। এক যুগ ধরে তিনি রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। তিনি বলেন, বছর দুয়েক আগে একটি বানরুটির দাম ছিল ৭ টাকার মতো। বড় কলা কেনা যেত ৮ টাকায়। ফলে রুটি-কলা খেতে তাঁর ব্যয় ছিল ১৫ টাকা। সঙ্গে ৫ টাকায় এক কাপ চা-ও পান করতেন তিনি। মোট ব্যয় ছিল ২০ টাকা। এখন কলা-রুটিতে লাগে ২৫ টাকা আর চা ৫ টাকা—মোট ৩০ টাকা লাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও