![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fd5904e75-9808-4a92-8a27-58a7cfa69eba%252FUntitled_6.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ই–কমার্স প্রতিষ্ঠানের কত টাকা পাচার হয়েছে, জড়িত কারা—খুঁজে বের করার নির্দেশ
ইভ্যালি, ই–অরেঞ্জ, ধামাকা, আলেশা মার্ট, কিউকম, আলাদিনের প্রদীপ ও দালাল প্লাসের মতো ই–কমার্স প্রতিষ্ঠানের পাচার হওয়া অর্থের পরিমাণ নির্ধারণ এবং এ কাজে জড়িতদের খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে কোনো ব্যক্তি বা সরকারি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য কিনে ক্রেতাদের আর্থিক ক্ষতি হয়েছে, তা-ও চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিবাদীদের।