কাঁঠাল কেটে দিতে বাধ্য করায় গৃহকর্ত্রীকে হত্যা, গৃহপরিচারিকা আটক
চট্টগ্রামের হাটহাজারীতে গৃহপরিচারিকার এলোপাতাড়ি দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকর্ত্রী খুন হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার চিকনদী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বি এন ম্যানশন নামে একটি বাড়ির নিচ তলার ভাড়াটিয়া গৃহকর্ত্রী মর্জিনাকে কুপিয়ে গুরুতর আহত করেন তাঁর গৃহকর্মী। পরে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মর্জিনা বেগমের। এ ঘটনায় গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত গৃহপরিচারিকার নাম সঞ্চিতা চাকমা। আটককৃত সঞ্চিতা রাঙামাটি জেরার নানিয়ারচর এলাকার বাসিন্দা। দুই সপ্তাহ আগে গৃহপরিচারিকা সঞ্চিতাকে মর্জিনা পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাঁর বাসায় কাজ করা জন্য এনেছিল। বছরখানেক আগে গৃহপরিচারিকা সঞ্চিতা ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে বলে জানা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- গৃহপরিচারিকা