এক দশকে অতি ধনী বেড়ে দ্বিগুণ
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২২, ১৯:০৪
বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা বেড়েছে, আর তার যৌক্তিক পরিণতি হিসেবে সমাজে বৈষম্য বেড়েছে। কিছু মানুষের হাতে বেশি ধনসম্পদ জড়ো হওয়ার অর্থ হলো, অন্যদের সম্পদ কমে যাওয়া। দেখে নেওয়া যাক, গত এক দশকে বিশ্বে শতকোটি ডলারের মালিকের সংখ্যা কতটা বেড়েছে।
২০১০ সালে বিশ্বে মোট বিলিয়নিয়ার বা শতকোটি ডলারের মালিকের সংখ্যা ছিল ১ হাজার ১ জন। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৩ লাখ ৬০ হাজার কোটি ডলার। এক দশক পরে ২০২০ সালে বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে—২ হাজার ৯৫ জন। আর তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ আট লাখ কোটি ডলার। অর্থাৎ এক দশকে অতি ধনীর সংখ্যা যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি তাঁদের মোট সম্পদের পরিমাণও দ্বিগুণ হয়েছে।