শুধু শব্দ নয়, প্রস্রাব চেখে দেখেও সঙ্গীদের চিনতে পারে ডলফিন, বলছে গবেষণা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৩ মে ২০২২, ১৬:১৪
এক এক প্রাণী এক এক রকম উপায়ে পরিচিত প্রাণীদের চেনে। ডলফিন কী উপায়ে চেনে জানেন? আমেরিকার টেক্সাসের একদল বিজ্ঞানীর দাবি, মূত্র চেখে দেখে পরিচিত ডলফিনদের চিনে নিতে পারে বটলনোজ ডলফিন।
জেসন ব্রুক নামক এক বিজ্ঞানীর নেতৃত্বে ডলফিনের একটি বিশেষ প্রজাতির আচার-আচরণ নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন এক দল বিজ্ঞানী। সেখানেই তাঁরা দেখেন, এই বটলনোজ প্রজাতির ডলফিন পরিচিত ডলফিনের মূত্র মিশ্রিত জল চেখে দেখে। মুখ ও জিভ ব্যবহার করে এই কাজ করে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ডাঙায় বাস করা একাধিক প্রাণী মূত্রের মাধ্যমে এলাকা চিহ্নিত করে বা সঙ্গমের জন্য প্রলুব্ধ করে সঙ্গীকে। কিন্তু জলে বসবাসকারী কোনও প্রাণীর এ হেন আচরণ বেশ বিরল বলেই মত তাঁদের।
- ট্যাগ:
- জটিল
- ডলফিন
- নতুন প্রজাতির ডলফিন