You have reached your daily news limit

Please log in to continue


‘মূল পরিকল্পনাকারী’ মুসা এখন ওমানে

ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার মূল পরিকল্পনাকারী ‘পেশাদার খুনি’ সুমন শিকদার ওরফে মুসা এখন ওমানে রয়েছেন। চলতি মাসের শুরুর দিকে তিনি দুবাই থেকে ওমানে যান।

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বলছে, ওমানের পুলিশের মাধ্যমে মুসার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ব্যুরোর সহকারী মহাপরিদর্শক মহিদুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর উদ্যোগী হয়ে ওমানের পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এখন তাদের মাধ্যমে মুসাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে মুসার বিষয়ে মামলার তদন্ত সংস্থা ডিবি (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) থেকে তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হয়নি। উল্লেখ্য, অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অন্য দেশের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন