সংসদ নির্বাচনে ইভিএমের সঙ্গে সিসি ক্যামেরাও ইসির বিবেচনায়

বিডি নিউজ ২৪ নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২৩ মে ২০২২, ১১:২০

দ্বাদশ সংদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখার সুপারিশ বিবেচনা করছে নির্বাচন কমিশন।


সেই সঙ্গে বিশিষ্টজন, শিক্ষক, সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে পাওয়া মতামত গুরুত্ব দিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান জানিয়েছেন।


কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন ইসি দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে। ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল চার ধাপের সংলাপে শখানেক প্রস্তাব আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও অচিরেই সংলাপে বসতে যাচ্ছে ইসি। 


নির্বাচন কমিশনার আহসান হাবিব খান রোববার বলেন, “আমরা সবার মতামত নিচ্ছি, সেই সঙ্গে তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে বাস্তবায়নও শুরু করছি। যারা সংলাপে অংশ নিয়েছিলেন, কমিশনের নেওয়া পদক্ষেপ তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে।”


তিনি জানান, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার, ইভিএমের ব্যবহার করার মত সুপারিশগুলো কমিশন ‘সক্রিয়ভাবে বিবেচনা’ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও