You have reached your daily news limit

Please log in to continue


শুরুতেই সূচকের বড় লাফ

টানা আট কার্যদিবস দরপতনের পর সোমবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

সোমবার (২৩ মে) দিনের শুরুতে মাত্র ১০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ১৩০ পয়েন্টের বেশি বেড়েছে। আর লেনদেনে হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।

অবশ্য এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ১১৩ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। আর ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩৭ কোটি ১০ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন