আয়ুষ্মানের প্রশ্ন উত্তর দেবে কে

www.ajkerpatrika.com মুম্বাই প্রকাশিত: ২২ মে ২০২২, ১৭:৩৭

উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘অনেক’। ২৭ মে মুক্তি পাচ্ছে। রাজনৈতিক এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। ট্রেলারে দেখা যায়— আয়ুষ্মান প্রশ্ন তুলেছেন, ‘কেউ শান্তি চায় না বলেই কি এত বছরেও এত ছোট সমস্যার সমাধান হলো না? পাশাপাশি ট্রেলারে এসেছে হিন্দি ভাষা বিতর্কও। সিনেমায় প্রশ্ন তোলা হয়েছে, হিন্দিই কি ঠিক করে দেবে কে উত্তর ভারতের কে দক্ষিণ ভারতের? উত্তর-দক্ষিণ ভুলে কবে আমাদের পরিচয় হবে শুধু ভারতীয়?’


আয়ুষ্মান বলেন, ‘ভারতের সব ভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচিত। হিন্দিই শুধু কেন? তাহলে যারা জন্মের পর থেকে অন্য ভাষায় কথা বলে, তাদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়। এ ছাড়া আমরা কখনোই কোনো শুদ্ধ ভাষা বলি না। উদাহরণস্বরূপ যখন হিন্দি বলি, তার সঙ্গে অনেক উর্দু শব্দ মিশে থাকে। তেমনি এই হিন্দির মধ্যে ব্রজ, মারাঠিসহ কোন ভাষার সংমিশ্রণ নেই? কখনোই আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। এখন তো সবচেয়ে হিন্দি ও ইংরেজি মিশিয়ে কথা বলি। যখন আমরা একসঙ্গে এত ভাষা বলছি, তাহলে রাষ্ট্রভাষা একটা কেন?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও