![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fc05beda1-06d9-440b-b005-d6d59cbbc666%252FSign_Binodon_Online_.png%3Frect%3D0%252C0%252C3029%252C1704%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
নতুন বরকে নিয়ে যা লিখলেন কণিকা
কণিকার বিয়েটা ছিল রূপকথার মতো। বিয়ের ছবি পোস্ট করে তিনি যা লিখেছেন, সেটা পড়লে যে কেউ বুঝবেন আনন্দের বন্যা বইছে তাঁর মনে। আবেগাত্মক সেই পোস্টে পুরোনো প্রেমিক ও নতুন বরকে ‘রাজপুত্র’ উল্লেখ করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণিকা কাপুর।
গতকাল শনিবার লন্ডনপ্রবাসী এক ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। তাঁর বর লন্ডনপ্রবাসী ভারতীয় ব্যবসায়ী গৌতম হাতিরামানি। এর আগে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুজন। সাত পাকে ঘুরে ইনস্টাগ্রামে সাতটি ছবির পোস্ট করেছেন কণিকা। লিখেছেন, ‘এবং আমি রাজি হয়ে গেলাম। রূপকথা আপনার জীবনেও আসতে পারে। এ কারণে রূপকথায় বিশ্বাস করতে হয়। স্বপ্ন দেখুন, কারণ স্বপ্ন একদিন বাস্তব হয়। এই যেমন আমি আমার রাজপুত্রকে পেয়েছি, পেয়েছি আমার তারকা সঙ্গীকে, আমাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য পৃথিবীর কাছে আমি কৃতজ্ঞ।’