কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাগাড়ম্বর নয়- এখন সত্য স্বীকারের সময়

সমকাল মোশতাক আহমেদ প্রকাশিত: ২২ মে ২০২২, ১৬:৫৯

পাকিস্তানের আইয়ুব আমলের শেষদিকের কথা। সারাদেশ, বিশেষ করে তদানীন্তন পূর্ব পাকিস্তান মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে উত্তাল। সঙ্গে যোগ হয়েছে কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলন। যে কোনো সময় গণঅভ্যুত্থান ঘটে যেতে পারে। মাঠ প্রস্তুত; প্রস্তুত ইতিহাসের সাইরেন। কিন্তু আইয়ুবের বশংবদ আমলা আর বিডি (বেসিক ডেমোক্রেসি) মেম্বাররা তা মানতে নারাজ। তারা অহর্নিশ আইয়ুব আর তার তথাকথিত উন্নয়নের গুণগানেই ব্যস্ত। ঘটা করে পালন করছে 'উন্নয়নের দশক'। সে অবস্থাতেই ইত্তেফাকের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া তার পত্রিকায় এদেরকে লক্ষ্য করে ছুড়ে দিলেন তার ঐতিহাসিক বাক্য 'ইহাদের চোখে বিলাই মুতিয়া দিয়াছে'। রাতারাতি এই বাক্য রূপান্তরিত হলো একটা প্রতিবাদের স্লোগানে। বাকিটা ইতিহাস, যা সবারই জানা।


বিশ্বাস করা হয়, বিড়ালের প্রস্র্রাব যদি কারও চোখে লাগে, তার দৃষ্টিশক্তি নাকি ঝাপসা হয়ে যায়; কোনো জিনিসকেই সে সঠিকভাবে দেখতে পারে না। সে কথা মনে করেই হয়তো মানিক মিয়া এই বিখ্যাত উক্তিটি করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও