ল্যাপটপের ঢাকনা বন্ধ করলেও চালু থাকবে স্ক্রিন

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২২, ১৩:১১

ঢাকনা বন্ধ করলেই ল্যাপটপ স্লিপ মোডে চলে যায়। তবে ল্যাপটপ যদি আলাদা কোনো কম্পিউটারের মনিটরের সঙ্গে যুক্ত থাকে, তবে ঢাকনা বন্ধ থাকা অবস্থায়ও স্ক্রিন চালু রাখা যায়। এ জন্য ল্যাপটপের সেটিংসে পরিবর্তন আনতে হবে।


উইন্ডোজে চলা ল্যাপটপের সেটিংসে পরিবর্তনের জন্য প্রথমেই কন্ট্রোল প্যানেল থেকে Power Options লিংকে ক্লিক করতে হবে। এবার পাওয়ার অপশনের বাঁ পাশে থাকা মেন্যু থেকে Choose what closing the lid does মেন্যু নির্বাচন করতে হবে। এরপর Power and sleep buttons and lid settings থেকে When I close the lid সেটিংসের পাশে থাকা On battery এবং Plugged in–এর দুটি আলাদা সেটিংসের ড্রপডাউন থেকে Do nothing অপশন নির্বাচন করতে হবে। এবার নিচের Save changes বোতামে ক্লিক করলেই ঢাকনা বন্ধ থাকা অবস্থায় কম্পিউটারের মনিটরে ল্যাপটপের স্ক্রিন চালু থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও