প্রবাসী শিশুদের বাংলা শেখায় টিংকার্স

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২২, ১২:১৯

ভাষা শেখা একটি সহজাত প্রক্রিয়া। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের মাতৃভাষা বাংলা আমরা রপ্ত করে ফেলি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাঁদের সন্তানদের বেলায় ব্যাপারটা এত সহজ নয়। কারণ, তাঁদের সন্তানেরা বেড়ে ওঠেন একেবারেই ভিন্ন পরিবেশে। তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত এই শিশুরা তাদের মাতৃভাষা শিখবে কীভাবে? সমস্যাটা উপলব্ধি করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ। সমাধানও খুঁজেছেন তাঁরা। আর এভাবেই জন্ম হয়েছে ‘টিংকার্স আমার ভাষা’ নামের একটি উদ্যোগের।


শুরুর গল্প


স্কুলজীবন থেকেই তিন বন্ধু মুনেম শাহরিয়ার, রুহুল আমিন ও মেহেদী হাসানের কম্পিউটার প্রযুক্তির প্রতি আলাদা টান। এই টানই তাঁদের একবিন্দুতে মিলিয়েছে। ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। প্রযুক্তির প্রতি আগ্রহ আর একটা কিছু করার তাগিদ থেকে যখন ভাবছিলেন কী করা যায়, তখনই এক প্রবাসী বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে ‘আইডিয়া’টা মাথায় আসে। প্রবাসী সন্তানদের বাংলা ভাষা শেখানোর এই আইডিয়া বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) একটি প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয়। পুরস্কারের প্রাপ্ত অর্থ থেকে তিন বন্ধু দাঁড় করিয়ে ফেলেন একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। এরপর এমপাওয়ার এন্টারপ্রাইজ লিমিটেড, ডাটাবার্ড লাঞ্চপ্যাড, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ডসহ বেশ কয়েকটি জায়গা থেকে পেয়েছেন পুরস্কার ও তহবিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও