পাবজি খেলতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ডেইলি বাংলাদেশ রাজাপুর (ঝালকাঠি) প্রকাশিত: ২১ মে ২০২২, ২০:৩৩

ঝালকাঠির রাজাপুরে মোবাইলে পাবজি গেম খেলতে না দেওয়ায় বাবার বাড়িতে নুসরাত জাহান শান্তা নামে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে ঐ উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নুসরাত জাহান শান্তা ঐ এলাকার মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।


নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানান, তিন বছর আগে শান্তা ও আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় শান্তা বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেম খেলে সময় কাটাতো। শুক্রবার মা রিনা বেগমের সঙ্গে মোবাইল গেমস খেলা ও চ্যাট গ্রুপে কথা বলা নিয়ে শান্তার ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ওষুধ খেয়ে ফেলে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শান্তার মৃত্যু হয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও