You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় ৪ মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড

বগুড়ায় মাত্র ৪ মিনিটের ঘুর্ণিঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শহর ও শহরতলীর অসংখ্য গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। ফলে ভোর রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। কালবৈশাখী ঝড়ে উড়ে যায় অসংখ্য আধাপাকা বাড়ির টিনের চাল।

এছাড়াও বগুড়ার কাহালুতে গাছের ডাল ভেঙে মাথায় আঘাত পেয়ে একজন নিহত হন। শনিবার (২১ মে) ভোর রাত ৪টায় ঘুর্ণিঝড় শুরু হয়ে স্থায়ী ছিলো মাত্র ৪মিনিট। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, শনিবার ভোর রাত ৪টায় ঘূর্ণিঝড় শুরু হয়। মাত্র ৪ মিনিট স্থায়ী এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৮৮ দশমিক ৬ কিলোমিটার। ভোর ৪ টা বেজে ৪মিনিটে বাতাসের গতিবেগ কমে এলে শুরু হয় বৃষ্টিপাত। ভোর সাড়ে ৫টা পর্যন্ত দমকা বাতাসের পাশাপাশি ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন