বিএনপি পুনর্গঠনে গতি নেই

সমকাল প্রকাশিত: ২১ মে ২০২২, ১২:০০

নানা কৌশল গ্রহণ করেও দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারছে না বিএনপি। সারাদেশের জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন হলেও সেসব পূর্ণাঙ্গ করার নাম নেই। কয়েকটি জেলা ও উপজেলায় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূলের মতামতকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।


 ফলে বেড়েছে কোন্দল। আবার ত্যাগী ও যোগ্যদের বাদ এবং অনভিজ্ঞদের দিয়ে নতুন কমিটি গঠন করায় ক্ষোভ বাড়ছে বলে সংশ্নিষ্টরা দাবি করছেন।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, কমিটি গঠন নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব আন্তরিক এবং কঠোর হলেও ফল পাচ্ছেন না। প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে এবং অনেক ক্ষেত্রে তাঁদের সৃষ্ট কোন্দলের কারণে সময়মতো কমিটি গঠন সম্ভব হচ্ছে না। আবার হাইকমান্ডের নির্দেশনায় যেনতেন কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। তবে সাংগঠনিক স্থবিরতার জন্য তৃণমূল নেতাকর্মীরা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতিকেও দুষছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও