You have reached your daily news limit

Please log in to continue


আচার নয়, অনাচার

বাঙালির চিরায়ত সংস্কৃতির পাশাপাশি আমাদের দেশের অঞ্চলভেদে আঞ্চলিক সংস্কৃতি রয়েছে। অঞ্চলভেদে প্রতিটির ভিন্নতা খুবই স্পষ্ট। একটির সঙ্গে অপরটির যোজন ব্যবধান। বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষা সর্বাধিক দুর্বোধ্য। অপরাপর অঞ্চলের মানুষের পক্ষে এ দুই অঞ্চলের আঞ্চলিক ভাষা বোঝা সহজ নয়। আঞ্চলিক ভাষাগুলোর বর্ণমালা নেই বিধায় লিখিত আকারে স্থায়িত্বের উপায়ও নেই। আঞ্চলিক ভাষা টিকে থাকে, বেঁচে থাকে কেবল ভাষার ব্যবহারে এবং মানুষের মুখে মুখে। নানা বিবর্তনে পৃথিবীর অগণিত আঞ্চলিক ভাষা লুপ্ত হয়ে গেছে। তার প্রধান এবং একমাত্র কারণটি বর্ণমালাহীন আঞ্চলিক ভাষার ব্যবহার লোপ। আঞ্চলিক ভাষা ব্যবহার না হলে সেই ভাষা লুপ্ত হওয়ার পথ ধরে।


ধর্মীয় উৎসব-পার্বণকে কেন্দ্র করে কতিপয় সামাজিক আচার-সংস্কৃতির অমিল লক্ষ্য করা যায়, যার সঙ্গে ধর্মের নূ্যনতম সম্পর্ক নেই। মহরম মাস মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ মাস এবং শোকের মাস হিসেবে বিবেচিত বা গণ্য। কারবালা প্রান্তরে এজিদের বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছিল ইমাম হোসেনের বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন