শ্রীলঙ্কা : সংকট থেকে পরিত্রাণের চেষ্টা
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এখন নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করছে। অথচ বছর কয়েক আগেও দেশটি আর্থ-সামাজিকভাবে এবং মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল। ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক কোন্দল এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটি তার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরকারি ঋণের বিশালতা এবং বৈদেশিক মুদ্রার কোষাগার খালি করাসহ নানা সমস্যায় জর্জরিত দেশটি মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না। খাদ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী।