শিক্ষিত বেকার কমাব কীভাবে

সমকাল মামুন রশীদ প্রকাশিত: ২১ মে ২০২২, ১০:৫৬

ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি এলাকার কফিশপ বা ভালো রেস্টুরেন্টগুলোতে কর্মরত বিক্রয় সহযোগী বা সেবাপ্রদানকারী তরুণ-তরুণীদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন তাঁদের বেশিরভাগই ঢাকা বা অন্য বৃহৎ শহরের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অনার্স বা মাস্টার্স করছেন; এমনকি বিএ-বিকম পাসও করেছেন। অন্য কিছু বড় শহরে বড় দোকান ও অভিজাত রেস্টুরেন্টগুলোতেও একই অবস্থা। তাঁদের প্রায় সবারই মাসিক আয় বেতন ও বখশিশ মিলিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা।



তাহলে কি আমরা বলতে পারি, দেশে তেমন শিক্ষিত বেকার নেই? উত্তরটা হ্যাঁ অথবা না হলেও এটা সত্য, শিক্ষিত তরুণ-তরুণীদের অনেকেই তাঁদের আকাঙ্ক্ষিত কাজটি পাচ্ছেন না। অন্যদিকে, এটিও সত্য, আমাদের দেশে সেবা খাতের বিকাশের সঙ্গে শিক্ষিত বেকার অনেক কমে গেছে কিংবা পুরোপুরি বেকারত্ব নেই বললেই চলে; যা আছে তা হলো প্রচ্ছন্ন বেকারত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও