কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে যে প্রশ্নের মুখে ভারত

প্রথম আলো শশী থারুর প্রকাশিত: ২১ মে ২০২২, ১০:৫৫

ভারতের জন্য রাজনৈতিক বিতর্ক অভিনব কোনো বিষয় নয়। নানা দল ও মতে বিভাজিত ভারতের জনসমাজে সব সময় অর্ধডজন বিতর্ক চলমান থাকে। তবে কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যা নিয়ে যে অপ্রীতিকর বিতর্ক এখন চলছে, তেমনটা সাম্প্রতিককালে দেখা যায়নি।


ভারতে কোভিড মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে ২০২১ সালের এপ্রিল-জুন মাসে মহামারির দ্বিতীয় দফা আঘাতটি ছিল মারাত্মক। সে সময়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত অসংখ্য মানুষ হাসপাতালের অপেক্ষমাণ কক্ষে কিংবা গাড়ি পার্কিংয়ের জায়গায় মারা যান। মেডিকেল অক্সিজেনের অভাবে অনেক মানুষ তাঁদের বাসাবাড়িতেও মারা যান। দিনের পর দিন গঙ্গা নদীর তীরজুড়ে সারি সারি চিতা জ্বলে উঠেছিল, আর ধোঁয়ায় পুরো আকাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। অনেক গরিব মানুষের শেষকৃত্য করার মতো অর্থ ছিল না। তাঁরা তাদের প্রিয়জনদের মরদেহ কাঁধে করে বয়ে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও