গার্ড অব অনারে ১-১, রিয়াল ০-০ বেতিস

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২২, ১০:৩১

এক দল জিতেছে কোপা দেল রে। আরেক দলের সাফল্যের মুকুটে জ্বলজ্বল করছে লিগ শিরোপা। দুই দল মুখোমুখি হয়েছিল গতকাল, লিগের শেষ ম্যাচে। ম্যাচের ফলাফলের লিগে তেমন প্রভাব ফেলার কোনো সমীকরণ ছিল না, ম্যাচটাও শেষ হয়েছে গোলশূন্য ড্র-তে। তবে এই ম্যাচই চমক জাগিয়েছে আরেক কারণে। দুই দলই দুই দলকে গার্ড অব অনার দিয়ে অনন্য ইতিহাসেরই জন্ম দিয়েছে এই ম্যাচে।


স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী, কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে ‘গার্ড অব অনার’ পায়। তবে এটি মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়। যে কারণে গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে গার্ড অব অনার দেয়নি। তবে গত রাতে রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দিয়েছে বেতিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও