‘যুগপৎ’ আন্দোলনের পথেই বিএনপি

যুগান্তর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ২১ মে ২০২২, ০৮:৪৫

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আরও কয়েক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। এ নিয়ে দলটি একটি রূপরেখাও তৈরি করছে।




বিএনপি নেতাদের মতে, রোজার ঈদের আগে ৩০টিরও বেশি সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেছেন তারা। দলগুলো বিএনপির দাবিগুলোর সঙ্গে একমত হলেও এখনই বৃহত্তর ঐক্যের পক্ষে নয়। তারা অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে আগ্রহী। এজন্য কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে রাজপথে ঐক্য গড়ে তোলাই যুক্তিযুক্ত বলে মনে করছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।


বিএনপি ও বাম ঘরানার একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের আগে চারটি মঞ্চ থেকে এই যুগপৎ আন্দোলন হতে পারে। তা হলো-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট; আ স ম আব্দুর রবের জেএসডি ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের জোট ও ইসলামি দলগুলোর জোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও