You have reached your daily news limit

Please log in to continue


সুনামগঞ্জে ৬৫০ হেক্টর জমির ধান পানির নিচে

প্রথমে হাওর জুড়িয়া পানি আইলো, তাড়াহুড়া করিয়া গিয়া ধান কাটলাম, এখন গেল ২ দিনের মেঘে ঘরেও পানি আইয়া কাটা ধানও নষ্ট করি দিসে, আমরা বিপদও পড়ছিরে বাবা এখন এই ভিজা ধান কিলান কিতা করতাম বুঝিয়া উঠতে পাররাম না।'

এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন সুনামগঞ্জের লালপুর এলাকার কৃষক শফিক।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি প্রবেশ করছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল এলাকাগুলোতে। এতে বিপাকে পড়েছেন হাওরের মানুষ।

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গৌরারং, সাহেববাড়ি ঘাট এলাকায় ঘুরে দেখা যায় নদীর পানি বেড়ে যাওয়ায় ঘরের মধ্যে ডুকে পড়েছে পানি। এছাড়া নিম্নাঞ্চল হওয়ায় কাঁচা রাস্তা পানিতে ভেসে গিয়েছে। এখন যোগাযোগের মাধ্যম নৌকা। আর সেই নৌকা করে ধান নিয়ে রাস্তায় শুকাচ্ছেন কৃষকরা। অন্যদিকে যাদের ধান আর ঘর দুটোই পানিতে তলিয়ে গেছে তারা পড়েছেন মহাবিপদে। কী করবেন সামনের দিনগুলোতে সেটি নিয়েই বেশি চিন্তিত হাওর এলাকার মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন