পোশাকশ্রমিক নিয়ে জরিপ বাড়তি আয় খেয়ে নিচ্ছে মূল্যস্ফীতি
প্রথম আলো
প্রকাশিত: ২০ মে ২০২২, ১৫:৪৯
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোয় ভালো ক্রয়াদেশ থাকায় পোশাকশ্রমিকদের ওপর কাজের চাপ বেড়েছে। গত মার্চে দুপুরের খাবারের বিরতির বাইরে ওভারটাইমসহ দিনে ১১ ঘণ্টা করে কাজ করেছেন শ্রমিকেরা। বাড়তি ওভারটাইমের জন্য তাঁদের মাসিক আয় বেড়ে ১২-১৩ হাজার টাকা হয়েছে। অবশ্য তার আগেই বেড়েছে বাসাভাড়া ও চালের দাম। ফলে শ্রমিকের বাড়তি উপার্জন খেয়ে ফেলেছে বাড়তি ব্যয়।
করোনায় পোশাকশ্রমিকদের ওপর কী প্রভাব পড়েছে, সে বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ শীর্ষক এক প্রকল্পের অধীনে ধারাবাহিক এই জরিপে সহায়তা করছে বৈশ্বিক অলাভজনক সংস্থা মাইক্রোফাইন্যান্স অথরিটি (এমএফও)। গতকাল বৃহস্পতিবার এক অনলাইন আলোচনায় সাম্প্রতিক এক জরিপের তথ্য প্রকাশ করা হয়।