আ.লীগে কোন সন্ত্রাস-চাঁদাবাজের ঠাঁই নেই: ত্রাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার (২০ মে) সকালে সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
সম্মেলনে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি এবং সাধারণ সম্পাদক হন ডা. মিরানা জাহান।