‘নিউজিল্যান্ড-বিলেতে হলে চেয়ারে বসে চা খেতে খেতেই নির্বাচন শেষ করে ফেলতাম’
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, তাকে নিউজিল্যান্ড কিংবা বিলেতের প্রধান নির্বাচন কমিশনার করে দেওয়া হলে তিনি চেয়ারে বসে চা খেতে খেতেই নির্বাচন শেষ করে ফেলতে পারতেন।
আজ শুক্রবার সকালে ঢাকার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, 'পৃথিবীর অনেক দেশেই নির্বাচন, ভোটাধিকার প্রয়োগ হয়। আপনারাও জানেন আমারও জানি, সেখানে কোনো সহিংসতা হয় না। সেখানে সবাই লাইন ধরে দাড়িয়ে থাকে এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করে।'
'আমি সহকর্মীদের বলেছিলাম, আমাকে যদি নিউজিল্যান্ড কিংবা বিলেতের প্রধান নির্বাচন কমিশনার করে দেওয়া হতো, তাহলে আমি চেয়ারে বসে চা খেতে খেতেই নির্বাচন শেষ করে ফেলতে পারতাম। আমাকে কোনো প্রকার স্ট্রেস নিতে হতো না, আমার প্রেসারও বাড়তো না। বাংলাদেশের যে জিনিসটা, নির্বাচনের সময় আমাদের স্ট্রেস করে ফেলে। আমাদের সতর্ক থাকতে হয়', বলেন তিনি।