কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাঙালি জাতির জাগরণে অনন্য দ্বীপশিখা ছিলেন আবদুল গাফ্‌ফার চৌধুরী’

সমকাল প্রকাশিত: ২০ মে ২০২২, ১২:৪৬

বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক, গীতিকার ও সুরকার আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে উল্লেখ করা হয়, আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে দেশবাসী একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মানুষকে হারালো। নিজ দেশের প্রতি তার ছিল গভীর অনুরাগ। একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে তার সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাপ্তাহিক ‘জয় বাংলা’ প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছেন। তিনি বাঙালি জাতির জাগরণে এক অনন্য দ্বীপশিখা ছিলেন।


ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল সাক্ষরিত শোক বিবৃতিতে আরও সাক্ষর করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন,সহসভাপতি প্রফেসর ডা. বেলায়েত হোসেন খাঁন, এম মনসুর আলী, প্রফেসর ড. সামছুদ্দিন ইলিয়াস, ড. এ কে এম নূরুজ্জামান, মো. আমিনুল বাহার, লায়ন হামিদুল আলম সখা, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রবীর কুমার সরকার, বিনয় ভূষন তালুকদার, সালাউদ্দিন সিদ্দিক, ডা. অসিত মজুমদার, ডা. মশিউর রহমান, প্রকৌশলী খান মোহাম্মাদ কায়ছার, সালাউদ্দিন আল আজাদ, মো. আওরঙ্গজেব, কে এম সিদ্দিকুজ্জামান, ড. মোলতা মোহাম্মদ কফিল উদ্দিন, ডা. রিয়াসাত আলম (রাহাত) ও সঞ্জিব কুমার রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, শরিফ উদ্দিন ভূঁইয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও