You have reached your daily news limit

Please log in to continue


সাক্কুর সম্পদ বেড়েছে, নগদ টাকা নেই রিফাতের

আগামী ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয়জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে এই ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী। রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার কপি গতকাল বৃহস্পতিবার বিকেলে পাওয়া গেছে। ছয় মেয়র পদপ্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, কুসিকের সদ্য সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (গতকাল রাতে বিএনপি থেকে বহিষ্কৃত) মনিরুল হক সাক্কু গত পাঁচ বছরে নগদ টাকাসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাক্কুর সঙ্গে পাল্লা দিয়ে সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিরও। বেশির ভাগ ক্ষেত্রে সাক্কুর চেয়ে স্ত্রীর সম্পদ বেড়েছে বেশি।

হলফনামায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত উল্লেখ করেছেন, ব্যাংকে টাকা ও সম্পদ থাকলেও তাঁর হাতে নগদ টাকা নেই। কুসিক প্রতিষ্ঠার পর এ পর্যন্ত অনুষ্ঠিত দুটি নির্বাচনে জয়ী হয়ে মেয়র ছিলেন সাক্কু। এবার বিএনপি নির্বাচনে না যাওয়ায় সাক্কু নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিফাতের প্রধান প্রতিদ্বন্দ্বী সাক্কু সম্পদের দিক থেকে বহুগুণ এগিয়ে থাকলেও শিক্ষায় এগিয়ে রিফাত। সাক্কুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আর রিফাত করেছেন বিএ পাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন