ফার ক্রাই ৬: কাল্পনিক দেশে গেরিলাযুদ্ধের অভিজ্ঞতা
গেমটির কাহিনি গড়ে উঠেছে ইয়ারা নামের এক দেশকে কেন্দ্র করে। কাল্পনিক এ দেশটি শাসন করছে অ্যান্টন কাস্টিলো। নিষ্ঠুর এ শাসক সাধারণ মানুষের ওপর অত্যাচারের পাশাপাশি দেশ পরিচালনায়ও ব্যর্থ। আর তাই একসময়ের সমৃদ্ধ দেশটি অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তি ব্যবহারে অনেক পিছিয়ে পড়েছে। অত্যাচারী শাসকের কারণে প্রতিবেশী দেশগুলোও ইয়ারার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। আর তাই অ্যান্টন কাস্টিলোর কাছ থেকে ইয়ারাকে মুক্ত করতে গেরিলাযুদ্ধে নামে ‘ডানি রোজাস’। এই বীর গেরিলাযোদ্ধার পরিচয়েও নিজেকে খুঁজে পাওয়া যাবে গেমটিতে।
অ্যাকশননির্ভর গেমটির গ্রাফিকস খুবই উন্নত মানের। আর তাই গহিন জঙ্গলে গা ঢাকা দিয়ে অ্যান্টন কাস্টিলো বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় প্রতি পদে মিলবে যুদ্ধের আবহ। গেমটিতে তিনটি স্থানে গেরিলা হামলার সুযোগ মিলবে। তিনটি স্থানে হামলার সময় ভিন্ন পথে আলাদা চরিত্রের গেরিলা বাহিনীর মাধ্যমে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় প্রধান ক্যাম্প পরিবর্তনের পাশাপাশি নতুন অস্ত্র, হামলার স্থান ও কৌশলে পরিবর্তন আনতে হওয়ায় প্রতিটি হামলার সময়ই মনে হবে নতুন গেম খেলছেন।