৮৬৯ কোটি টাকা খরচে কী লাভ হলো, প্রশ্ন সিলেটবাসীর

প্রথম আলো সিলেট মেট্রোপলিটন প্রকাশিত: ২০ মে ২০২২, ১১:৪২

ভারী বৃষ্টিতে সিলেট নগরে যেন জলাবদ্ধতা দেখা না দেয়, সে জন্য চলতি অর্থবছরে ২০৯ কোটি টাকার কাজ করছে সিটি করপোরেশন। আর গত ১২ বছরে এ খাতে খরচ হয়েছে ৮৬৯ কোটি টাকা। এত টাকা খরচের পরও জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি দূর হয়নি। চলমান বন্যা পরিস্থিতির কারণে জলাবদ্ধতার সংকট আরও বেড়েছে।


সিলেট নগরে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর থেকেই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জোর আলোচনা চলছে। ফেসবুকে অনেকেই লিখেছেন, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্তৃপক্ষ গত এক যুগে প্রকল্পের পর প্রকল্প গ্রহণ করেছে। অথচ নগরবাসী এর কাঙ্ক্ষিত সুফল পায়নি। এত টাকা খরচে তাহলে নগরবাসীর কী লাভ হলো, এ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।


সর্বশেষ ১২ ও ১৩ মে ভারী বৃষ্টিতে নগরের বেশ কয়েকটি এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে সপ্তাহখানেক ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে নগরের ৩০টি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও